আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে হরতাল সমর্থকদের মিছিল, আটক ৩

এছাড়া সড়কে যান চলাচলে বাঁধা দেয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নগরীর রানীবাজার এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।
মিছিলটি বাটার মোড়ে পৌঁছালে পুলিশের বাঁধার মুখে পড়ে। বাঁধা পেয়ে সেখানেই বসে পড়ে সমাবেশ করেন তারা।
সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও দলের কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।


বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, মিছিল থেকে নাশকতা চালানো হতে পারে আশঙ্কায় তা আটকে দেয়া হয়।
সকালে রানীবাজার এলাকায় সড়কে যান চলাচলে বাঁধা দেয়ায় তিনজনকে আটক করা হয় বলে জানান তিনি।
রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও শহরে রিকশা, অটোরিকশাসহ সব ধরনের হাল্কা যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রেন চলাচলও রয়েছে স্বাভাবিক।
রোববার রাতে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহতের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার এই হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.