ছুটে চলার শেষ নেই । আমরা দেখেছি রাজাকার দের ফাসির দাবিতে যখন আন্দোলন হয় তখন সরকার ও তাদের সমর্থক রা স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আন্দোলন কে সফল করার চেষ্টা করেছেন। আর আজকে যখন সারা বাংলাদেশের মেধাবী তরুণ সমাজ কোটা বাতিল এর জন্য আন্দোলন করছে তখন সরকার পুলিশ লেলিয়ে দিল এই মেধাবীদের ওপর হামলা করার জন্য?আর মজার বিষয় হল সরকার পক্ষ থেকে এখনও কেউ কোন কিছু বলছেনা আমাদের পক্ষে। কেন বলছেনা?
ওনারা কি আমাদের কোন কথা দিলে তাদের নিজস্ব ক্যাডার দের নিয়োগ দিতে পারবেনা?উত্তর টা আসলেই হ্যা। কারন আমরা দেখি প্রতি বছর না কি –কি অভিনব কায়দায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ধারী দের সংখ্যা বাড়ছে ।
এর এটা বাড়াতে মদদ দেয় বিভিন্ন রাজনীতিবিদরা । আর আসল মুক্তিযোদ্ধা দের কোন খবরই নাই।
সরকার আজকের এই কোটা সমস্যা সমাধানে যদি কোন পদক্ষেপ না নেয় আর আমাদের ওপর যে ই রকম বৈমাত্রেয় সুলভ আচরণ করছে কোটা দের নিয়োগ দেয়ার জন্য,এর জন্য সরকার কে হয়তো অনেক কঠিন মুল্য দিতে হতে পারে। তাই সরকারে প্রতি বিশেষ আবেদন এই মেধাবীদের দিক টা বিবেচনা করে আর একটা সফল রাষ্ট্র গড়ে তুলতে এই কোটা প্রথা বাতিল করুন আর আমাদের শান্তি পূর্ণ আন্দোলন করতে সাহায্য করুন। পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের আর বিক্ষুব্ধ করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।