আমাদের কথা খুঁজে নিন

   

একটি দীর্ঘ কবিতা:নাম আপনারাই দিন

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব। একটি দীর্ঘ কবিতা:নাম আপনারাই দিন @ তুষার আহাসান আমার চোখেও কুয়াশা আছে মরি মরি সুন্দরী চলে এসো আমার কাছে। ট্যুরের দৃশ্যপটেও গোলাপ ফোটে সুবাসে বাতাস জাগে অনুভূতির আখরোটে।

পাতাল ফুঁড়ে উঠে আসে রাহুর দল শনির দশায় মশা ওড়ে সবখানেই বাহুবল। পানপাত্রে লেখা থাকে আজ রোববার কুমারী ঘিয়ের মত চটপটে নধর খবরে বলাৎকার। কুকুরের ডাক শুনে রোগ নির্নয় করে ডাক্তার সাপের বিষের ঝাড়ন দেয় ওঝা ফণা দেখে কতটুকু ফাঁক তার। ভোগ-সর্বস্ব ইলেকট্রিক আর ট্রনিক্স বেড়া দেয় হামাঘরে পানজাবিতে নতুন চাবি নেতারও ধামা ধরে। বৃষ্টিপাতে নীল হয়ে যাই লাল হয়ে যায় চোখ মরমী আলোক।

বর্ণচ্ছটায় আকাশ জাগে রংধনুর মিশি-সুর সিনেমার গান বাজে চারিদিকে নাচে অসুর। ঘুমের বিন্দুতে লেখা থাকে আহারের ভাগ-অভাগ কষ্টে নিড়েনো ফসলে পোকা বসায় দাগ। নিরপেক্ষ বাস্তবের প্রেক্ষাপটে ভূলুন্ঠিত আবেগ জীবন এমনই তো চলে তো চলুক, এই বেশ আম-আবেশ রথটানা পথের কাঁকর-ভাঙা বেগ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.