আমি ব্রডব্যান্ড লাইন ইউজ করি। স্পীড ভালই পাইতাম।
কিন্তু কয়েকদিন ধরে হারামি লোকাল আইএসপি দুই নাম্বারি শুরু করসে।
আমার ম্যাক এড্রেস আর আইপি তারা অন্য ক্লায়েন্টদের দেয়া শুরু করসে। তারা ঐটা বসায়া দেয়, আর ক্লায়েন্ট মহানন্দে নেট গুঁতায়।
তাদের লাভ, তারা এক আইপি দুইজনের কাছে দেয়, দুইটার বিল পায়, কোম্পানিকে দেয় একটার বিল, বাকিটা পুরাই ফাও।
কিন্তু আমার স্পীডের তো বারটা বেজে গেছে। আগে যা পাইতাম, এখন স্পীড পাই তার অর্ধেক, কিন্তুক বিল দিয়ে হয় পুরাই।
বিপদে আছি।
ভাই, এমন কোন সিস্টেম কি করা যায়, আমার আইপি আর ম্যাক দিয়ে অন্য কেউ নেট ইউজ করতে পারবে না।
(বি। দ্রঃ আমি আইএসপ্রস এর লাইন ইউজ করি। ওদের নেটোয়ার্কে থাকলে যে কেউ অন্য আইএসপ্রস ম্যাক আর আইপি বসায়া নেট গুঁতাইতে পারে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।