বাংলাদেশ আমার চাকুরির ইন্টারভিউ। অনেক প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল- 'কলোনী' শব্দের বানান। আমি বললাম ক-লো-নী। আমি থাকতাম একটি কলোনীতে যেটির সাইনবোর্ডের বানানও ছিল ঐ একই। কিন্তু আশ্চর্য।
আমার বানানটি ভুল বলে রায় দিলেন প্রশ্নকর্তা। বললেন বানানটি হবে ক-লো-নি। অন্য নিয়োগকর্তাদের কেউ কেউ এর প্রতিবাদ করলে প্রশ্নকর্তা ব্যাখ্যা করলেন- বাংলা একাডেমীর বাংলা অভিধানে নতুন নিয়ম অনুযায়ী যেকোন বিদেশী ভাষার বাংলা অনুবাদে দীর্ঘ-ই-কার 'ী' ব্যবহার করা যাবে না। সেস্থলে হ্রস্ব-ই-কার 'ি' ব্যবহার করতে হবে। আমিও জানলাম, শিখলাম এবং চারিদিক থেকে ভুলগুলো আমার চোখে পড়তে লাগলো- নার্সারী, প্রিপারেটরী, ডরমেটরী, আরো কতো কি?
কিন্তু একদিন আশ্চর্য হই একটি বানান দেখে।
বানানটি হচ্ছে- একাডেমী। আর এই একাডেমী আর কিছু নয়- খোদ বাংলা ভাষার নিয়ম বাতলানো প্রতিষ্ঠান "বাংলা একাডেমী"। তাঁদের নিয়ম অনুয়ায়ী তো নামটি হওয়া উচিত ছিল "বাংলা একাডেমি"। আজো বহাল তবিয়তে "বাংলা একাডেমী" দীর্ঘ-ই-কার 'ী' নিয়ে স্বগর্বে অবস্থান করছে। এতটুকু পরিবর্তনও এতগুলো বছরেও হলো না।
এতো "শর্ষেতে ভূত"।
আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাওয়া বাংলা ভাষার যদি এই হাল হয় তবে এটি কি গৌরবের না লজ্জার?
বানান নিয়ে এমন হাজারো বিভ্রান্তি ছড়িয়ে আছে আমাদের সভ্য শিক্ষিত সমাজে। কারন আর কিছু নয়। কারন হচ্ছে বিভিন্ন টাকার নোটগুলোর মতো বাংলা ভাষাও ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। ফলে সঠিক বাংলা বানান বা উচ্চারণ রীতির কোন ঠিক থাকছে না।
৯০% শিক্ষিত লোক পাওয়া যাবে যাদের বানান বিভ্রান্তি রয়েছে। এ বিভ্রান্তি শুধুমাত্র বাংলা ভাষায়। অন্য ভাষায় নেই। আমার জানা মতে অন্য কোন ভাষা এত দ্রুত পরিবর্তিত হয় না বাংলার মতো।
২১শে ফেব্রুয়ারিতে আমরা বাঙালি সাজার প্রতিযোগিতা শুরু করি।
ঐ ১ দিনই। তারপর আবার মিশ্র পদার্থ। বিটিভির "আবহমান বাংলা" অনুষ্ঠানটি সকলকে মনোযোগ দেয়ে দেখার ও উপভোগ করার অনুরোধ করছি বাঙালি ভাইবোনদের। আর ভুল সংশোধন ও বানান বিভ্রান্তি দূরীকরণে স্থায়ী পদক্ষেপ নিবে "বাংলা একাডেমি" এ আশা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।