আমাদের কথা খুঁজে নিন

   

নৈসর্গিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি রাঙ্গামাটি । (ছবি কথা বলে )

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ "এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি " শহরের কোলহল ছেড়ে রাঙামাটি যদি কিছু সময় পার করে আসেন এই লাইনটি আপনার মনে পড়বেই । আমিও দুই দিনের ভ্রমনে রাঙামাটির নৈসর্গিক সৌদর্য্য অবলোকন করে আসলাম । এখানে পাহাড়ের কোল ঘেঁসে ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ। সীমানার ওপাড়ে নীল আকাশ মিতালী করে হ্রদের সাথে, চুমু খায় পাহাড়ের বুকে। এখানে চলে পাহাড় নদী আর হ্রদের এক অপূর্ব মিলনমেলা।

চারিপাশ যেন পটুয়ার পটে আঁকা কোন জল রঙের ছবি। কোন উপমাই যথেষ্ট নয় যতটা হলে বোঝানোয় যায় রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য । তাই উপমায় না গিয়ে চলুন ছবি কি বলে দেখি । ১। ২।

৩। ৪। ৫। ৬। ৭।

৮। ৯। ১০। ১১। ১২।

১৩। ১৪। ১৫। ১৬। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন : ১৫ নং ছবিটা কিসের ?? *****আরো অনেক ছবি নিয়েছি সব দেয়া হল না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.