আইজ আমারে আনিয়া দেও রে আছমানেরি চঁান................................. অপূর্ণতা অগভীর প্রেমে বলেছিলে, এক আর একে দুই হয়। গভীর প্রেমে মগ্ন হয়ে বলেছিলে, এক আর একে এক হয়। আমি হেসে বলেছিলাম, এক আর একে এগার হয়, তুমি আমি আর, আমাদের নয় সন্তান। অগভীর প্রেমে বলেছিলে, প্রেম মানে এক সাথে কফি খাওয়া, গভীর প্রেমে মগ্ন হয়ে বলেছিলে, দু জনে এক সাথে কফি বানান। আমি হেসে বলেছিলাম, সেই কফি নতুন কাউকে খাওয়ানো। আজ বিশ বছর পর, পেয়েছি তোমাকে, পেয়েছি তোমার ভালবাসা। চেয়েছিলাম যা , পাইনি যে তা। নিষ্ঠুর বড় নিষ্ঠুর বিধাতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।