আইজ আমারে আনিয়া দেও রে আছমানেরি চঁান................................. মানুষ মানুষের জন্যে গান গেয়ে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করা সংগীতশিল্পী ভূপেন হাজারিকা আর নেই। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত এই সংগীতশিল্পী ও সুরকার আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ভুপেন হাজারিকার বয়স হয়েছিল ৮৫ বছর। টাইমস অব ইন্ডিয়া।
দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনদিন ধরে তার ডায়ালিসিস চলছিল।
গত ৩০ জুন শ্বাসকষ্টের কারণে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করার পর ৮৫ বছর বয়সী এই শিল্পীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার পরীক্ষা করে দেখা যায় তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।
হাসপাতালের চিকিত্সকরা গতকাল শুক্রবার জানিয়েছিলেন, শিল্পীকে নলের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে। আরও ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ না করে তার স্বাস্থ্যপরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া সম্ভব নয়।
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের আসাম রাজ্যে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা।
মাত্র ১০ বছর বয়স থেকেই গান লিখে সুর দিতে থাকেন। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই আকাশচুম্বী জনপ্রিয়তা পায় তার গান।
তার দরাজ কণ্ঠে ‘বিস্তীর্ণ দুপারে’, ‘আমি এক যাযাবর’, ‘মানুষ মানুষের জন্যে’, ‘সাগর সঙ্গমে’, ‘দোলা হে দোলা’, ‘প্রতিধ্বনি শুনি’ গানগুলো বাংলাদেশের মানুষের হূদয়েও স্থান করে নেয়।
তবে কয়েক বছর আগে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়ে ভক্তদের মাঝে বিতর্কিত হন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই শিল্পী।
ভারতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান ভূপেন হাজারিকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।