মাহফুজ জুয়েল
সহস্র জনে মোরে প্রশ্ন করে
মোর প্রেয়সির নাম
মালবিকা না লিপিকা
না মল্লিকা?
ওদের পানে চেয়ে
একটু হেসে বলি
নয় গো মালবিকা;
লিপিকা বা হৈমন্তী
বা দীপিকা;
সহস্র জনে মোরে প্রশ্ন করে—
আমার এ প্রেম
হায় গো কেন
হলো ফল্গুরেখা?
চোখে কেন তারে
যায় না দেখা?
একটু হেসে আমি
বলি গো তাঁকে
জানো তো মেঘের বুকে
লুকিয়ে থাকে কেন
বিজলী শিখা?!
বেদের মন্ত্রে যে নয় গো নয়
হৃদয় মন্ত্রে তাঁরে পেয়েছি;
একইপাত্রে যে জীবনমদিরা
পান করে যেতে চেয়েছি!
সহস্র জনে মোরে প্রশ্ন করে
সহস্র জনে মোরে প্রশ্ন করে
যখন একলা থাকি
সে কী প্রেরণা আনে
মোর ব্যথার গানে;
নাম কী তাঁর মধুচন্দ্রিকা?
একটু হেসে আমি বলি গো তাঁকে
তাঁর কোনো নাম নেই
দিতে পারো
নাম তাঁর
অনামিকা!
সহস্র জনে মোরে প্রশ্ন করে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।