আমাদের কথা খুঁজে নিন

   

ভূপেন হাজারিকা- ভূপেন হাজারিকার কিছু অবিস্মরণীয় কর্ম- (না দেখলে পস্তাবেন)

পৃথিবী থেকে চির বিদায় নিলেন বাংলা গানের কিংবদন্তী ভূপেন হাজারিকা। হুট করেই খবর তা চোখে পড়লো। প্রচণ্ড একটা অনুভূতি কাজ করে গেল হৃদয়ে। হটাৎ মনে পড়ে গেল চত বেলায় শোনা প্রিয় কিছু গান। গানের মানে বুঝতাম না তখন।

তবুও "মানুষ মানুষের জন্য", "আমি এক যাযাবর"," সাগর সঙ্গমে", " দোলা হে দোলা", " মেঘ থমথম করে" -গান গুলো প্রচণ্ড ভালো লাগতো। গান যে শুধু শ্রবণের জিনিষ নয়ই, এটা উপলব্ধির বস্তু, বোঝার উপকরন-এটা বুঝতে পেরেছিলাম ভূপেন হাজারিকার কিছু অবিস্মরণীয় সৃষ্টি শ্রবণ করে। আসামে জন্ম নেয়া এই কীর্তিমান শিল্পী তার ক্যারিয়ার শুরু করেন আসামি সিনেমা "ইন্দ্রামালাতি" দিয়ে ১৯৩৯ সালে যখন তার বয়স মাত্র ১২ বছর। তিনি পি এইচ ডি করেছেন যুক্তরাষ্টের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। গভীর মন্দ্রস্বর ও কেতাদুরস্ত শব্দচয়ন এর জন্য তিনি পৃথিবী বিখ্যাত।

একটি গীতিকার হিসেবে তিনি কাব্যিক কম্পোজিশন রুপক এর জন্য বিখ্যাত। মহান এই ব্যাক্তির অনন্য সব সৃষ্টির আবেদন সামাজিক ও রাজনৈতিক ভাষ্যের উদ্ধে। ভুপেন হাজারিকা শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন। পাঁচ মাস ধরে তিনি মুম্বাইয়ের হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। গত মঙ্গলবার তাঁর ডায়ালাইসিস হলেও তাতে কোনো লাভ হয়নি।

ডায়ালাইসিসেও সাড়া দিচ্ছিল না তাঁর শরীর। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। আজ শনিবার সন্ধ্যায় তিনি মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামু পরিবারের তরফ থেকে থাকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা। খুব মিস করবো তোমার গান, তোমার সৃষ্টি।

বাংলা গানে তোমার বিচরণ থাকবে আজীবন। বন্ধু, যেখানেই থেকো ভালো থেকো। ভূপেন হাজারিকার কিছু অবিস্মরণীয় কর্মঃ সাম হয়্যার ইন ব্লগ এর পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি পরম শ্রদ্ধা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.