আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: মুক্তচিন্তা ও ধর্মবিদ্দেষী ব্লগার(whatever you think)...

দেবতার দেবতা আমি মানুষ.. এ কথা আজ অনস্বীকার্য যে কয়েকজন তথাকথিত মুক্তচিন্তার ঝান্ডাবাহী কান্ডজ্ঞানহীন অপদার্থ ব্লগারের জন্য মুক্ত ব্লগিং আজ হুমকির সম্মুখীন!শুধু মাত্র এই কয়েকজন কুলাঙ্গার স্বঘোশিত নাস্তিক(মুলত ধর্ম বিদ্বেষী) এর কারণে সাধারণ মানুষ মনে করে ব্লগার মানেই নাস্তিক। অথচ প্রগতিশীল মাত্রেই জানেন যে মুক্তচিন্তা মানেই ধর্মকে গালাগাল করা নয়! তুমি নাস্তিক সেটা তোমার ব্যাক্তিগত দর্শন কিন্ত তোমার কোনো অধিকার নেই কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করার। তারচেয়ে তুমি ৩ কামড়ার বাল ফেলবার সেলুন খুললেও ভালো নাম কামাতে পারবে। নিজের ফেইম স্প্রেড করার জন্য অবশ্যই ধর্মকে আঘাত করে নয়! হ্যা আমি প্রগতিশীল কিন্ত আমার ধর্মীয় বিশ্বাস আছে!আমার অনুভুতিতে আঘাত লাগে। তোমার পারিবারিক অসঙ্গতি ভুল শিক্ষা হয়তো তোমাকে ধর্ম বিদ্বেষী হিসেবে তৈরী করেছে কিন্ত আমাদের অনুভুতিতে আঘাত দেয়া কোন্‌ ধরনের নাস্তিকতা? সবশেষে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন,সব ধরনের ধর্মবিদ্দেষী দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। জয় বাংলা দ্বীন ইসলাম জিন্দাবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।