নামহীন অনুভূতি অনেকদিন কবিতা শোনাস নি কবিতা! কবির জন্যেই কি তোর সব? কবিতা পারিনা আমি, পড়িও খুব কম...অল্প কিছু জীবনানন্দ, তুই শুনলে হাসবি। অনেকগুলো তো বুঝি ই না! তবে আমি তোর কবিতার এক বিমুদ্ধ শ্রোতা। হয়ত শুধু আমিই নই... অন্যদের চাইতে আমার মন্তব্য কিংবা প্রশংসাগুলো হয় অনেকখানিই অগোছালো, অদ্ভূত ভালোলাগায় মিশ্রিত অস্ফূট কিছু শব্দ। পেরেকের নিচটা কেন সূচালো থাকে জানিস তো?! পদার্থের বেসিক, ছোট জায়গায় বলের প্রয়োগ...ইমপ্যাক্ট বেশি। আমি এখনও তোর কবিতা শুনতে চাই, তোর অধর না হয় নাই পেলাম! জানি, আমরা দুজনেই নেগোসিয়েশনে অনেক ভালো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।