এখনকার রাতগুলো উপভোগ করতে মনে অনেক কস্ট। ভাবতে গেলে হারিয়ে যাই আর বাস্তবতায় সবকিছু কেন যানি অর্থহীন। বিবেক আমার নিপাট ভদ্রলোক বলে লোকচক্ষুর আড়াল ছাড়া খোচায় না তবে যন্ত্রনা আর কতক্ষণ বয়ে বেড়াযায়, জানে কেউ? জানি মানুষ ভুল করে মানুষই শুধরায় আর আমি আমার অগনিত ভুলে শুধরানোর সময় কই? কস্ট একটু হয়, চোখ দিয়ে ঝরেও যায়; মনটা হালকা হওয়ার পর মনেহয় কস্টের পারদ আরো চেপে ধরলো, তারমানে চোখ ঝরাটাও আমার কাছে নিছক এক অভিনয়। যদি বলি অন্ধকার ভালো লাগে তবে তাই হোক, যদি বলি আলো ভালো তবে তাই ই হোক; জীবনটা আমাকে মরিচীকার ঘূর্ণিতে ফেলে নিজে নিজেই হাসছে। চশমার কাঁচ ঘোলা, হাত দুটো অথর্ব, বিরক্ত পা দুইখান আর বিচলিত মন, নিজেকে বৃত্তের বাইরে নেওয়ার চরম আকুতি আজ কেউ শোনে না। আবছা আলো মাঝে মাঝে ছুয়ে যায়, চাঁদ আমাকে হালকা জাগিয়ে তোলে, বাতাসে সেই সুসময়ের অনুভুতি নিঃশ্বাসে ভাসে, নিজেকে ফেরার তাগিতে দুর্বার হয়ে চারিপাশে হাতড়ে বেড়াই কি করি কি করি বলে, হবে আমি পারবো এ যাবতীয় খানিক উত্তেজনা তারপর নিজেকে ছুড়ে ফেলা সেই পরিচিত অন্তর্মুখ অন্ধ ছায়ালোকে। এভাবে ক্লান্তিহীন বারেবার আমার ফেরার প্রচেষ্টায় অনবরত ঘুনে খাওয়া নস্ট সময় আমায় দেখে উপহাস করে, আর আমি লজ্জাহীন চোখে শুধু নিজের অধরার খোজে বারেবার ফিরে যাই সেই ভ্রান্ত পথেই, যেখানে যানি আমার কোন স্থান নেই তবু নিরুপায় আমি শুধু অধরা হয়ে থাকতে চাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।