আমাদের কথা খুঁজে নিন

   

অধরা

তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....

ঝিরঝির বাতাসে ভাসছি মেঘের মাঝে বিকেলটাকে বিকিয়ে দিলেম তোর অভিমানী সাঁঝে। মেঘের জলে ভাসব আমি ঝরব নদীর জলে আকুল তারে ধরতে চাইবি ভেসেই যাবো চলে। বৃষ্টি শেষে রবির সাথে বিকেল বেলার রোদে দেখবি আমায় কুয়াশাঘেরা নীরব একা চাঁদে। প্রজাপতির রঙিন পাখায় স্বপ্ন দেখবি আমায় উড়েই যখন যাবো চলে খুঁজবি তখন কোথায়? বাতাস হয়ে আসব ফিরে নারকেলের ঐ পাতায় আমায় ভেবে অশ্রু ফেলে কবিতা লেখার খাতায়।। ..............একাকীত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।