আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা

আমরা যা করি তার বেশির ভাগই আজাইরা অর্থাৎ আকাইম্মা। বিজ্ঞানিরা যেটা করে সেটা আরো আজাইরা। সারাদিন খালি গবেষণা আর গবেষণা। অর্থাৎ যেটা মানে গরু খোঁজা। আর কেউ কী কখনো শুনেছে যে বিজ্ঞানিরা খালি গরু খোঁজে!!!! গরু খুঁজবে যারা গরু হারিয়ে ফেলেছে তারা।

আর আমি নিজে কোনোদিন শুনি নাই যে কোনো বিজ্ঞানি গরু খুঁজছেন কিংবা হারিয়ে ফেলেছেন। কারণ তাদের বেশির ভাগেরই গরু নাই (কৃষি বিজ্ঞানি ছাড়া)। আর আমার মনে হয় মানুষের মধ্যে কিছুটা গরু প্রীতি আছে। ভুল বললাম কিছুটা না বেশ খানিকটা গরু প্রীতি আছে। কোরবানির ঈদের সময়ই সম্মানিত পাঠকেরা সেটা অনুভব করেছেন(যারা করেন নাই তাদের কথা বাদ)।

যাই হোক আমরা কিন্তু গরু শব্দটা গালি হিসাবেও ব্যবহার করি। আর সেটা কিন্তু আপনজনকেই অনেক সময় বলি(ছেলে রেজাল্ট খারাপ করার পর বাবা তাকে 'গরু' বলেনি এমনটা খুঁজে পাওয়া কঠিন,অবশ্য অনেকে গাধাও বলে)। যাই হোক বাঙালির গরু প্রীতির কথা আর বাড়ালাম না। অনেকে ইতিমধ্যে বিরক্ত হতে শুরু করেছেন। সেটা বুঝেই এই সিদ্ধান্ত।

এখন টাইটেল এর বিষয়ে আসি........ আমার লেখার টাইটেল হচে্ছ 'আজাইরা'। আর আমি এতক্ষণ যা কিছু লিখলাম সবই আজাইরা। তাই নামকরণটা মনে হয় ঠিকই আছে। শেষে বলছি লেখাটা মনে হয় কারো ভালো লাগে নাই। না লাগুক,আমি নিজে কিন্তু বেশ মজা পেয়েছি।

আশা করি পরবর্তীতে আপনাদের এরকম আরও আজাইরা লেখা লিখে জালাতন করতে পারব। সবাই দোয়া করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।