আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা -৪

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আপনাদের কি মনে হয় জানিনা। কিন্তু আমার মনে হয় না , রাজাদের একটা রাণী থাকে। অথচ সমস্ত গল্পই শুরু হয় , এক যে ছিল রাজা, তার ছিল এক রাণী । লাইনটা হওয়া উচিত ছিলো, এক যে ছিল রাজা তার ছিল অনেকগুলি রাণী। তবে (ভদ্রলোকের পড়বার উপযোগী করবার স্বার্থে ) আমরা একজন রাণীর কথাই বলবো গল্পে। যতসব গাঁজাখুরি কারবার। একজন রাজপুত্রের গল্প বলি। রাজপুত্র তার বাপ ওরফে রাজাকে জিজ্ঞাসা করল, " বাবা আমরা যে ভাষায় কথা বলি সেটাকে মাতৃভাষা বলে কেন ? '' বাবা বললেন , '' কারণ ভাষাটা শুধু মায়েরাই ব্যবহার করে, বাবারা ভাষা ব্যবহারের তেমন সুযোগ পায় না তাই ।" রাণীর গল্প আরেকদিন হবেনে .............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।