খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।
সকাল সকাল আইজ ব্লগে ঢুইকাই চোখে পড়লে কিছু মন্তব্য।
ঢুইকা গেলাম পোষ্টে। ভাবলাম, অনেকদিন কিসু পড়া হয় নাই, আইজ যখন আইসাই পড়সি তো পইড়া ফ্যালান যাক!
সব দেইখা শুইনা মন বড়ই ভারাক্রান্ত হইল।
রাজনীতি সব জায়গাতেই আছে জানা কথা কিন্তু স্রেফ সময় কাটাইতে আইসা যদি এত রাজনীতি করতে হয়-দেখতে হয়- আর পড়তে হয় তো এই কষ্ট করে সময় বের করে এইখানে আসাটাই মাটি!
ব্লগে আইসা এত কূটকচালীর কি দরকার ? জায়গার অভাব? নাকি ক্যাচালের অভাব? না ক্যাচাল করনের মাইনষের অভাব?! (খাইয়ালামু)
সামনে নতুন বছর। আবার ঈদ ও। সারা দুনিয়া নতুন বছরকে স্বাগত জানাইতে তৈয়ারী করতেসে।
বিশাল সংখ্যক মানুষ গরু - ছগাল কেন-বেচায় ব্যস্ত,।
পূণ্যার্থ ীরা মককা-মদীনায় নিজেদের পাপ-পূণ্যের হিসাব-নিকাশে ব্যস্ত।
ব্লগারেরা ব্যস্ত ভ্যারেন্ডা ভাজায়! ( এই মুহুর্তে আমিও তাই করতেসি ) !!! (আম্মাআআ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।