মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "
আজকে খামোখা একটা ঘন্টা এক্সট্রা পেলাম.......ওয়েল ছমাস আগে জীবন থেকে অবশ্য এই একটা ঘন্টা কমে গিয়েছিল। ।
।
আমি এখানে ইউরোপের সামার ডে লাইট সেভিংস ক্লক টাইম সেটিং এর কথা বলছি। এপ্রিল এ এরা ঘিড়র কাটা এক ঘন্টা এগিয়ে দেয় এবং অক্টোবরের শেষ রোববারে সেই একঘন্টা আবার পিছিয়ে দেয়.....প্রথমবার ব্যাপারটার মাথামুস্ডু কিছুই বুঝতে পারিনি!!!! এখন অভ্যস্থ হয়ে গেছি।
আজ বন্ধের বৃষ্টি ওয়ালা দিনে এই এক ঘন্টা সময় অনেক বেশী মনে হচ্ছে!!! সারাদিন টুকটাক (কাজের কাজ কিছু না....খালি আকাম!!) করেও দিন শেষ হচ্ছিল না। ।
এতদিন ব্যস্ত ছিলাম পড়াশোনা...প্রজেক্ট ইত্যাদি নিয়ে.......ফলে হাতে কোন কারনে সময় একটু বেশী থাকলেই এখন কেমন কেমন যেন লাগছে। । কালকে অবশ্য বোরকা পড়াবে....আই মিন আমার গ্র্যাজুয়েশান.....অনেক কষ্ট করে সময় নিয়ে বিলাতি ডিগ্রী টা নিতে হলো....হাড়ে হাড়ে বুঝিয়ে ছেড়েছে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। । ......কালকের এত প্রতিক্ষীত একটা দিন......কিন্তু কেন যেন এক্সাইটেড হতে পারছি না.... ।
। কি জানি কেন? হয়তো বয়স। ।
নেট ঘাটাঘাটিও আর কতক্ষন ভাল লাগে!!!
কারো কোন মুশওয়ারা থাকলে দেন....!!!! কি কর্লে ভাল লাগবে...
ভাল কোন মুভির নাম ও সাইট দিলেও দিতে পারেন....দেখি এট্টা মুভিই দেখি। ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।