আমাদের কথা খুঁজে নিন

   

কোটার বড় চাপ! করে দিস মাপ!! ইতি পিএসসির বাপ!!!

এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়। [কোটা রঙ্গ] [১] ধরি মোট কোটা ১০০%! দেখা যাক কার পাল্লা ভারী হয়! মুক্তিযোদ্ধা-৩০% নারী-১০% জিলা-১০% আদিবাসী-৫% প্রতিবন্ধী-১% সাধারণ-৪৪% মোটঃ ১০০%! হায় হায়! সাধারণের এত্তগুলো কোটা ক্যান? ওরে কে কোথায় আছিস... অসাধারণ মঞ্চ টা এবার সাজিয়েই ফেল! [২] উক্তি অব দ্যা ইয়ার- “যাকাত-ফিতরা সবার জন্য হালাল নয়!” তারমানে কি কোটা সিস্টেমও যাকাত-ফিতরার অন্তর্ভূক্ত? যদি তাই হয় তবে গরীবের হকে সাধারণের ভাগ বসানোটা সত্যিই কি যুক্তিসঙ্গত? [৩] ‘আপনে বাঁচলে বাপের নাম’- এ চেতনাটা ভীরু স্বার্থপরদের, মহান মুক্তিযোদ্ধাদের নয়। তারা লড়েছিলেন দেশের জন্য, দশের জন্য। দেশের এই মহান সৈনিক এবং তাদের বংশধরদের ‘কোটা’ নামক শৃঙ্খলে বন্দী করে স্বার্থপর বানানোর অপপ্রয়াস কি কোন রক্ত-মাংসের আমজনতা সহ্য করতে পারে? পরিশেষে- “কোটা নাই কোটা চাই... পিএসসি ভাই... কোটার বড় চাপ করে দিস মাপ ইতি পিএসসির বাপ!”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.