ছুটতে ছুটতে হয়তো অনেকখানি পেছনে ফেলে এসেছি মুহুর্তগুলোকে; তারপরও সময়ের সাথে থাকার দীপ্ত শপথ মোর, জানিনা এই সময় কি মেনে নেবে সেই আমাকে...
আজ আবার বহুদিন পরে –
সাগরের খুব কাছাকাছি এলাম,
মনে হল বুঝি আবার
সেই তোমারই কাছে এলাম!
La-Perouse এর সন্ধ্যাটা -
স্রোতে ভরা ছিল,
সাগর ফুসলে ছিল,
আর আমি একাকী -
আনমনে আমাদের সেই
প্রিয় পড়ন্ত গোধূলির সন্ধ্যাগুলোর
স্মৃতি রোমন্হন করছিলাম;
ফের এই নিঃসঙ্গ আমি!
দূরের জাহাজের বাতিগুলোকে
খুব কাছে লাগছিল;
মিটিমিটি জ্বলে তারাগুলো হাসছিল,
ঢেউগুলোর তীরে উপচে পড়া দেখে
ভাবছিলাম; আবার কবে না জানি
এমনি আরেক সন্ধ্যায় –
তোমায় বুকের মাঝে টেনে নেব,
আর উপচে পড়বে আমাদের ভালবাসা!
নিঃসঙ্গতা মেনে নেয়া যায়,
তুমি ছাড়া এই জীবন
বড় বেমানান মনে হয়;
মানা বড় দায়!
নির্লিপ্ত মনে আকাশপানে
তারাদের দেখে যাই।
এত তারার ভিড়ে
না জানি কোন অভিমানে –
কালপুরুষ আলাদা হয়ে
উকিঁ দেয়,
এ যেন আরেক আমি;
নিজের মাঝে থেকেই
আমার আমিকে খুঁজে বেড়ায়!
ফিরতি বেলায় –
কে যেন বলল মিহি সুরে,
‘আর একটু থাকনা আমার সাথে’
ঘুরে তাকালাম,
এ বুঝি পুরাতন সেই আমাদের
নূতন প্রবাস জুটি!
শুভেচ্ছা জানালাম তাদের ।
আবারও আকাশপানে তাকালাম,
লালচে রঙের চাঁদ উঠেছে,
বাসায় ফিরতে হবে –
ভাবছি তুমি আছো অপেক্ষায়
লাল রঙের শাড়িটি পড়ে!
তুমি-ত এই বুকেই থাকো,
আমার পাজঁরে মিশেই আছো –
নিঃসঙ্গতার সাগরে ডুবে
তোমায় খুঁজে ফিরি;
আমার নিঃসঙ্গতার সেই তোমাকে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।