আমাদের কথা খুঁজে নিন

   

আকথা ২

ধরি না মাছ, ছুঁই না পানি, জানি শুধু বকবকানি ! কিস্তি ১ ২৬ মার্চ ২০০১ আসকার দিঘীর পাড় এলাকার একটা দেয়ালে আমার লেখা আট লাইনের একটা ছড়া উঠল । "স্বাধীনতা" নিয়ে লেখা । কি যে খুশি লাগছিল তখন ! ক্লাস ফোরে পড়তাম । মামার সংগঠন থেকে কবিতা টা উঠছিল । :-) * কিস্তি ২ ডিসি হিলে স্বরচিত কবিতা পড়ার আসর ।

আমি আমার লেখা কবিতা পড়ব । মুরাদ বলে বসল, "শওকত, আমাকেও একটা স্বরচিত কবিতা দে । আমিও পড়ব !" :-D * কিস্তি ৩ একটা ডায়েরিতে কবিতাগুলা লিখতাম । একবার স্কুলে নেওয়ার পর সেটা চুরি হয় । একজনকে সন্দেহ করি ।

সে আবার স্বীকার যায় না । দু দিন পর কে যেন ডায়েরিটা ব্যাগে রেখে যায় ! অখাদ্য জিনিস চুরি কইরা লাভ কি ? * কিস্তি ৪ এক ছেলে একবার আমার কবিতার খাতাটা নিল । তারপর থেকে সে যত বড়/ছোট কবিতাই লিখত, তার মাঝের দুটা লাইন থাকত আমার কবিতার ! :-@ * কিস্তি ৫ স্কুলে কবিতা পড়ে প্রাইজ পেতাম । মেডিকেলে এসে নাসরিন ম্যামকে গড়গড় করে একটা কবিতা শুনানোর পর বলছিলেন, "হুম হইছে । তবে ঠিক আবৃত্তি হয় নাই ।

মুখস্থ পড়ার মত হইছে !" :-D * কিস্তি ৬ পিয়া ফেসবুক থেকে খুঁজে খুঁজে সুন্দর কবিতার লাইন জমায় রাখে । প্রতিবার চ্যাট করার সময় একটা একটা দেয় । ভালোই তো লাগে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।