আমাদের কথা খুঁজে নিন

   

আকথা ৫

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

সাধারাণত টার্ম শুরু হইলেই আমরা দৌড়ের উপরে থাকি কিছু দিন। প্রথম প্রজেক্টের সময় এনথু বেশি থাকে কি না। এবার তা নই। একেতো জমা টার্মের শেষে, সারা টার্ম ধরে একটা প্রজেক্ট, তার উপরে জুরি পরীক্ষার পরে।

সুতরাং মোটামুটি ভালোই আছি। সকাল থেকে সন্ধ্যা আড্ডা দিয়ে বেরাচ্ছি। মুড হলে একটু আধটু কাজ যে দেখছি না তা না। কিন্তু ঘাড়ের উপরে জমা না থাকলে ঠিক কাজ করা হয়ে উঠে না। প্রথম দু'সপ্তাহ তা মোটামুটি ঘটনাহীন ভাবেই গেলো।

মাঝে মাঝে এই চুপ চাপ শান্ত ঘটনাবিহীন সময়ও খারাপ লাগে না। তবে একে বারে সমস্যাবিহীনও যে ছিলাম এমন না। মাঝেমাঝে কেমনে কেমনে যেন মাথায় ঢুকে যায় যে ফাইনাল প্রজেক্ট তখন কেমন জানি ভয়ে হাত-পা পেটের ভিতরে ঢুকে যায়, মাথা খারাপ হয়ে যায়। এ ছাড়া ভালো আছি- সো ফার। ইফ মর্নিং শোজ দ্যা ডে- তাহলে সামনে ভালো ঝামেলা আছে।

ঝড়ের আগে দিয়েই সব কিছু এমন থম মেরে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।