ধরি না মাছ, ছুঁই না পানি, জানি শুধু বকবকানি ! আমি অলৌকিকত্বে ভালোই বিশ্বাস করি । যেকোন মানুষের জীবনে যেকোন সময় কাকতালীয় যেকোন কিছু ঘটে যেতেই পারে । এতটা আগ্রহের কারণেই ব্ল্যাক ম্যাজিক,রাশিত্বত্ত-এসব নিয়ে কাজ করতে চাইছিলাম । বিভিন্ন কারণে কাজে হাতই লাগাতে পারিনি ।
পড়তে বসলেই একেকটা মানুষ/ঘটনাকে নিয়ে অদ্ভূত কিছু ভাবতে ভাবতে অন্যরকম একটা পর্যায়ে দাঁড় করাই ।
তার চেয়ে অদ্ভূত ব্যাপারটা যে আমার বাসায়, কে তা জানতো ?
আমাদের খুব নিকট আত্নীয়দের সাথে ঘটা দুর্ঘটনার কথা আম্মু আগে থেকেই আঁচ করতে পারেন ।
আম্মুর বাম চোখের পাঁপড়ি কাঁপে ।
কাল সকাল থেকেই কাঁপছিল । দুপুরে আব্বু জানালেন, ছোট চাচা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি । কয়েকদিন আগে আব্বুর ইসিজি রিপোর্টে ডিফেক্টসহ হার্ট এ সমস্যা ধরা পড়ে ।
তার আগেও আম্মুর এমন হইছে । বেশ কয় বছর আগে আব্বুর একসিডেন্ট বা দাদা মারা যাওয়ার আগেও এমন হইছে ।
আমি জিজ্ঞেস করছি "আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগেও এমন হইছে ?"
আম্মু বলছে "তখন ডান চোখের পাঁপড়ি কাঁপছে । "
ডান চোখের পাতা কাঁপলে নাকি সুখবর আসে ।
আমি বলছি "তাহলে ওটা সাইকোলজিক্যালি কাঁপছে ।
খুব আশা করছিলেন । এ কারণেই হয়তো কাঁপছে । " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।