আমাদের কথা খুঁজে নিন

   

জোকস

www.deshrealestate.com

১। এক দম্পতি এসেছে ডাক্তারের কাছে,
.
.
স্বামী বয়স্ক,
স্ত্রী অপেক্ষাকৃত তরুনী, তাদের
সমস্যা হচ্ছে বাচ্চা হচ্ছে না। ডাক্তার স্ত্রীর কিছু
টেস্ট করল। স্বামীকে বলল, আপনার sperm test
করতে হবে। তাকে একটা specimen cup দেয়া হল
আর বলল, এটাতে sperm(বীর্য) নিয়ে আসবেন।


পরদিন লোকটা খালি cup নিয়ে আসছে।

ডাক্তার বলল, খালি কেন?
লোকটা বলল, বাসায় গিয়ে বাম হাতে অনেক
চেষ্টা করলাম, হলনা। ভাবলাম ডান হাতে try করি,
তাও হলনা।

-এটা হতে পারে, আপনার বয়স তো আর কম হলনা,
তো সাহায্য করার জন্যে বউকে ডাকতে পারতেন।
-ডেকেছি তো, সে হাত দিয়ে চেষ্টা করল হলনা, মুখ
দিয়ে করল তাও হলনা।


-হয় হয় এমন হয়, তো তখন কি করলেন?
-তখন বউ এর বান্ধবি কে ডাকলাম।
-বউ এর বান্ধবি???
-হ্যা, কিন্তু সেও পারলনা।
-সেও পারলনা? ডাক্তারের ভ্রূ কুচকে গেছে...

-এরপর আমার বন্ধু এল, সেও চেষ্টা করে পারলোনা।
-ডাক্তার অবাক, বলেন কি, আপনার দোস্ত,
মানে একটা ছেলে?
-তবে আর বলছি কি? যাক সারা রাতে পারলাম না।
সকালে হাসপাতালে এলাম, আপনার নার্স কে বললাম
সাহায্য করতে।


-আমার নার্স কে???
-হ্যা সেও চেষ্টা করে পারেনাই।
-আপনি তো দেখি সবাইকে দিয়েই try করছেন?
-হ্যা শুধু আপনি বাকী আছেন।
-আআআআমি? ডাক্তার তোতলাচ্ছে...
-হ্যা দেখেন তো চেষ্টা করে cup টার
ঢাকনাটা খুলতে পারেন কিনা!!!!
√ডাক্তার অজ্ঞান

২। সানী লিয়ন একবার কাঁপড়ের
দোকানে গেলো৷
অনেক কাঁপড় কেনার পরেঃ-
.
.
.
.
সানী লিয়নঃ- ভাই আপনাদের
এখানে কাঁপড় চেন্জের রুম কোনটা?
.
.
.
.
দোকানদারঃ- কি বলছেন ম্যাডাম?
আপনার আবার চেন্জ রুম লাগে? আমাদের
কাছে আপনার ২০জিবি কালেকশন আছে৷

আমার তৈরী অনলাইনে আয়ের সাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.