আমাদের কথা খুঁজে নিন

   

জোকস: ১৮-....বুড়োদের পড়া নিষেধ।

সরলতা এবং জটিলতা মিশ্রিত একজন মানুষ। মাঝে মধ্যে সব কেমন উলট পালট লাগে, মাঝে মধ্যে সব ঠিক। And ever has it been known that love knows not its own depth until the hour of separation.

কৌতুক-১: ট্রেনের কামরায় দুজন লোক সামনা সামনি বসে আছে... ২য় জন হঠাৎ হাঁচি দিল। ১ম জন: ভাই ভাল হচ্ছেনা। ২য় জন: হাইচ্চু... ১ম জন (রেগে গিয়ে): ভাল হচ্ছেনা কিন্তু... ২য় জন: হাআ...ই....চ্চু... ১ম জন (রেগে গিয়ে): আরে ভাই বল্লাম ভাল হচ্ছেনা...কি শুরু করলেন এইসব? ২য় জন: এর চাইতে ভাল হাঁচি দেয়া আমার পক্ষে সম্ভব না!!!! কৌতুক-২: ট্রাক ড্রইভার এক্সিডেন্ট করে হাসপাতালে।

সাংবাদিক এক্সিডেন্টের কারণ জানতে চাইলে ড্রাইভার: ফুল ইসপিডে চালাইতেসি...দেখি সামনে একডা বাস আইতাসে, সাইড দিলাম...দেখি কার আইতাসে, সাইড দিলাম...দেখি একডা ব্রিজ আগায়া আইতাসে, তারেও সাইড দিয়া দিলাম!!! কৌতুক-৩: আমচোর আমগাছে...মালিক ভদ্রলোক দেখে ফেললেন... মালিক: এই হারামজাদা শিগগীর নেমে আয়, নাইলে তোর বাবাকে বলে দেব। চোর: ইশশ... উনিতো পাশের গাছে চড়ে আম পাড়ছেন!!! কৌতুক-৪: মাস্টার পরাচ্ছেন ছাত্রকে... মাস্টার: তোর মত ছাত্রকে একমাত্র গাধাই পরাতে পারবে। ছাত্র: সে জন্যইতো বাবা আপনাকে রেখেছেন!!! কৌতুক-৫: দুই বন্ধু কথা বলছে... ১ম জন: তুই কখনো হাতির চামড়া দেখেছিস? ২য় জন: হুমম.. ১ম জন: কোথায়? ২য় জন: হাতির গায়ে!!! কৌতুক-৬: থানায় ওসি আর কনস্টেবল কথা বলছে... ওসি: চোরকে ধরতে পারলেন না? কনস্টেবল: না স্যার তবে ফিংগারপ্রিন্ট রেখে দিয়েছি। ওসি: কোথায়? কনস্টেবল: আমার গালে!!! বি: দ্র: ১. হাসতে না পেরে কান্না চলে আসলে আমার কিছু করার নাই। ২. কি লিখব বুঝতে পারছিনা।

আমি অবশ্য কখনোই লেখিকা ছিলাম না। ছোট বেলায় কৌতুক সংগ্রহ করতাম। পুরোনো ডায়েরীতে খুঁজে পাওয়া কিছু জোকস, যদিও পিচ্চিদের...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.