বিকেলের আবছায়া আলোয় রাত জাগে জাগে ঘুমন্ত আলোর খুনি নারী নারী বসনে বিশ্রাম রাত চোখের মণিতে রাতের অধঃনীল স্বপ্ন স্বপ্ন দেখায় কংলঙ্কীনি চাঁদ চাঁদ বাড়ায় কষ্ট-সুখ কোমরে বিছেহার হীরক বাজুবন্দ বাহু বাহু নক্ষত্রের যৌবনবতী কামনা কামনা সুখের মুদ্রা সমুদ্র পাহাড় বনে রুপালী দেহ ঝড় ঝড়ের মাতমে উল্কার পতন পতন চরিত্রের কলঙ্ক পাথর জল কাষ্ঠের মিলন জীবাত্মা বলয় বলয় শনি দেহ-বাঁকের উপাঙ্গের ভাবনা ভাবনায় বিবেকের মুক্তি সঙ্গমের প্রান্তে রবি জাগে ভোর আসে ঘুমায় নারী আসে মত্ত-কারী মাতাল জীবন সংগ্রাম সংগ্রাম বাঙলার চেতনা!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।