দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।
রাতের আকাশের দিকে তাকিয়ে থাকুন । মাঝরাত থেকে ভোররাত পর্যন্ত অন্ধকার আকাশে এ দিক -ও দিক ছুটে বেড়াবে উল্কারা । মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার সেই প্রাচীন বিশ্বাস যা-ই হোক , শুক্রবার ১৪ ডিসেম্বর উল্কাবৃষ্টি দেখতে চলেছে ভারত ,বাংলাদেশ ।
ইন্টারন্যশনাল মেটিওর অর্গানাইজেশন জানাচ্ছে , মধ্য ও পূর্ব এশিয়া , প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি এবং আলাস্কা থেকে খালি চোখে পরিস্কার দেখা যাবে এই উল্কাবৃষ্টি ।
মহাকাশ বিঞ্জানীদের ভাষায় যার নাম 'জেমিনিড মেটিওর শাওয়ার ' । মিথুন রাশি থেকে এই উল্কা সারা আকাশে ছড়িয়ে পড়বে । বিঞ্জানীরা বলছেন , শুক্রবার প্রতি ঘন্টায় প্রায় ৫০-৬০টি উল্কাবর্ষণ হবে । কোথাও ঘন্টায় ১০০ টি স্ফুলিঙ্গও দেখা যেতে পারে । সেকেন্ডে ৩৫ কিলোমিটার গতিবেগে ফায়থনের উল্কারা সমান্তরাল পথে ধেয়ে আসবে ভূপৃষ্ঠের দিকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।