আমাদের কথা খুঁজে নিন

   

আপনজন

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। কে আপনার আপনজন?।

আপনি নিশ্চয় বলবেন,স্ত্রী। স্ত্রী আমার প্রাণেশ্বর,আমার স্বর্গ। স্ত্রী বীনা আমি নরকে,আমার জীবন অর্থহীণ। স্ত্রীই আমার সব,আমার মসজিদ,মন্দির,চার্য,আমার স্বর্গ,নরক। ওহঃআমার বড় কষ্ট হয় আপনার জন্য।

কেন কষ্ট হয়?আপনার স্ত্রী আপনাকে ভালবাসে না। আপনাকে ভোগ করে,আপনার শরীর ভোগ করে। বিশ্বাস হচ্ছে না?তাহলে প্রমাণ করুন আজই রাত্রে আপনার স্ত্রীর পাশে নাকে শব্দ করে ঘুম দিয়ে। আপনি ঘুম থেকে জেগে শুনবেন, স্ত্রী আপনার মৃত্যু কামনা করছেন। মানে,স্ত্রী আপনাকে নরকে নিক্ষেপ করলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।