মানুষ বলছো মোদের ? মোরাতো মানুষ নই ! তোমাদের হাতের পুতুল হয়েই আমরা যে বেঁচে রই ! ফুটতে দাওনা কখনোই মোদের লালিত স্বপ্ন ফুল ! ভাবখানা কর তোমরাই ঠিক আমাদের সব ভুল ! তোমাদের ইচ্ছেয় হয় পড়াশুনা কখনো বা হয় গান . ইচ্ছে কি মেয়ের শুধাওনা কভু কমে যায় যদি মান !! ঠিক এভাবেই পথচলা শুরু খড়ের পুতুল হয়ে ! স্বপ্ন গুলো মুকুলেই ঝরে অপরাধ ?মোরা মেয়ে ! জীবন গাড়ি মোদের হলেও তোমরাই রাখো চাবী ! ভাবোনা কভু সেই জীবনের আছে কিনা কিছু দাবি ! যতটা পারো নিজেরা চালাও পরে খুঁজো অন্যজন বিয়ের শেকল পরাতে গিয়েও দেখনাতো তার মন ! সারাটি জীবন সেই মেয়েটি কাটাবে যাকে নিয়ে সেই মেয়েটির মত না নিয়েই দিয়ে দাও তার বিয়ে ! ভাবোনা সেই মেয়ে তাকে নিয়ে হবে কিনা আদৌ সুখী ! আমরা যে শুধু সেই মেয়েদের সুখের অভিনয় দেখি ! কিছুটা স্বাধীনতা দাও তাকে আজ সাজাতে জীবন তার ! ইসলাম ও যে দিয়েছে বিয়েতে মতামতের অধিকার !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।