আমাদের কথা খুঁজে নিন

   

খড়ের পুতুল (না গল্প, না কবিতা)

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

অনেক দূর্যোগ আর বৃষ্টির পর মেঘ সরে গিয়ে উকি দেয় রক্তিম সূর্য । সেই রক্তিম সূর্যের দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে ছিল একাকি । হঠাৎ একটি কালোহাত তার ছুটে আসে তার দিকে, দ্রুতগতিতে । সেই কালোহাত থেকে বাচার জন্য সে শেষ পর্যন্ত সরে দাঁড়ায় । লক্ষভ্রষ্ট হলেও কালোহাত তার পিছু ছাড়ে না ।

সে কালোহাত হতে বাঁচতে দিক-বিদিক ছুটে যায় । ছুটতে ছুটতে সে অবশেষে একটা মাঠে এসে পৌছায় । তার পর থেমে দাড়াতে বাধ্য হয় । উদ্ভ্রান্ত চোখে সে দেখে তার চারপাশে অজস্র খড়ের পুতুল । খড়ের পুতুলেরা তাকে ধরবার জন্য ঘিরে আসে সবদিক থেকে ।

সে আর পালাবার পথ খুজে পায় না । খড়ের পুতুলের বাহিনী তাকে চেপে ধরে নিয়ে সপে দেয় সেই কালোহাতের কাছে । কালোহাত তার দিকে ছুটে আসে । অন্তিম মুহুর্তে হঠাৎ সে হাতের কাছে একটা কুঠার পেয়ে ওটা দিয়েই আঘাত করে অমানবিক কালোহাতটিকে । এরপর তার ঘুম ভেঙ্গে যায় ।

সে বুঝতে পারে এটি ছিল স্বপ্ন, স্বপ্নটি বোধহীন । সকালের নির্মল হাওয়ার পরশে সে হাটতে বের হয় নির্জন রাস্তায় । আজ আকাশে হাল্কা মেঘ করেছে, সূর্যের আলো কমলা রঙ ধারণ করেছে । এমন সুন্দর দিনে তার হাটতে ভালোই লাগছে । কিন্তু পথের মোড় ঘুরতেই তার চোখে পরে এক ভয়াবহ দৃশ্য ।

এটাকি বাস্তব? নাকি সে এখনো স্বপ্নের ভিতরেই রয়ে গেছে? সে দেখে তার চারপাশে সত্যি সত্যি অসংখ্য খড়ের পুতুল ঘুরে বেড়াচ্ছে । শুধু তাই নয়, সে আস্তে আস্তে জানতে পারে ততদিনে কালোহাতের সংস্পর্শে প্রতিটি মানুষ আজ খড়ের পুতুল রূপান্তর হয়ে গেছে । খড়ের পুতুল হয়ে গেছে তার পরিবার-পরিজন, কাছের মানুষ, তার সব বন্ধুরা, এমনকি তার প্রেয়সী -- সবাই । চরম হতাশায় সে তখন হাটু মুড়ে বসে এবং অন্য উপায় না দেখে শেষে কালোহাতের কাছে নিজেকে সপে দেয় । ধীরে ধীরে সে পরিণত হয় খড়ের পুতুলে ।

কিন্তু এ রূপান্তর সে মেনে নিতে পেরেছিল কি? না, মন থেকে সে এই পরিবর্তন মেনে নিতে পারে না, পারে না কালোহাতের কাছে নিজেকে সপে দেয়া । তার পরিবার-পরিজন, বন্ধুরা তার কাছে এলে সে ফিরেও তাকায় না অভিমানে । তার প্রেয়সী তাকে ডাকলে সে তার মুখের উপর ধাক্কা দিয়ে বিদায় করে দেয় । কিছুতেই সে শান্ত হতে পারে না । অবশেষে একদিন এক ভয়ানক পরিকল্পণা তার মাথায় আসে ।

সে একটা লাইটার দিয়ে একে একে সব খড়ের পুতুলের গায়ে আগুন ধরিয়ে দেয় । শুকনো খড় জ্বলে উঠে দাউ দাউ করে । চারপাশে তখন শুরু হয় আগুনে পুড়তে থাকা আতংকিত সব খড়ের পুতুল । এই দৃশ্য দেখতে দেখতে সে এক পর্যায়ে নিজের দেহেও আগুন জ্বালিয়ে দেয় । সশব্দ আগুনে পুড়তে পুড়তে সে এক অট্টহাসিতে মেতে উঠে ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।