জীবন কেটে যায়
০১.
বিশ্বাস কর-
তোমার মুঠোয় হাত গুঁজে আমি কখনো
অন্য রমনীর পানে তাকাইনি;
জানি বলবে-
তো কি দেখছিলে অমন করে?
আমি জানি না- আমি কি দেখছিলাম
হয়ত আমি তখন অন্ধ ছিলাম;
আর আওড়ে যাচ্ছিলাম সেই দুটি লাইন-
তোমাকে কাঁদাবো বলে
অজ্ঞাত রমনীর লম্বা চুল
শার্টের কোন এক বোতামে লাগিয়ে ঘরে আসি ।
০২.
আমার প্রেম আছে
স্বপ্ন আছে
আশাগুলোও সব সজীবতার গান গাইছে
তবুও কেন জানি প্রচন্ড ক্ষুধানুভব হয়;
আর ইচ্ছে করে-
ছিঁড়ে খেয়ে ফেলি কবিতার খাতা
কিংবা আমার প্র্রিয় ফ্রেমের ছবিটা
যা আঁকা আছে হৃদয় পটে,
সেই শৈশব থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।