আমাদের কথা খুঁজে নিন

   

খড়ের ছাউনীর নিচে-০৫

জীবন কেটে যায়

লবঙ্গ আর দারুচিনিদের বাড়ীর কথা বলছি... এদেশে ফুলেদের ভ্রমর ছুটি নেয়না; এখানে সকাল ও সন্ধ্যা খুব ধীরে বয়... দুপুরটা পেরিয়ে যায় একটানে লাঙ্গলের ফলার মত, কখনো সূর্যটা থমকে যায় পা যখন ঠিক ছায়া মাড়ায়। হেমন্ত, গাছের পাতায় আলস্যে শুয়ে রয় বিকেলের রোদ আলতো করে ছুঁয়ে দেয় বসন্ত, আর বাতাস তাড়িয়ে বেড়ায় শাদা মেঘের ভেলা; নীল জলে। এদেশের ঠিক এইখানে- যেখানে অশ্রু শুষে শিমুল ফুল তারাদের সাথে সুর মিলায় ভোরের দোয়েল আর কুয়াশার ঢেউয়ে ভেসে আসে গোধূলীর শান্ত আহ্বান। তারপর- সযতনে বাবুই পাখি বুনন করে খড়ের ছাউনী; এই গাছটায়; যেখানে স্বপ্ন ধরে আর কিছু পড়ে থাকে খড়ের ছাউনীর নিচে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।