এ যেন খড়ের গাদায় সূঁচ খোঁজার সমান। আর তাতে সামিল প্রায় সারা বিশ্বই। অত্যাধুনিক প্রযুক্তিও হার মেনেছে প্রকৃতির কাছে। প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গেলেও, সুনির্দিষ্ট কোনও তথ্য-সূত্র হাতে পায়নি বিশ্বের বড় বড় দেশ। আকাশ ও জলপথে তন্ন তন্ন করে খুঁজেও এখনও হদিশ মেলেনি ২২৭জন যাত্রী এবং ১২জন ক্রু সদস্যকে নিয়ে আকাশে ‘ভ্যানিস’ হয়ে যাওয়া মালয়েশিয়া বিমান এমএইচ ৩৭০।
এখনও পর্যন্ত তথ্য-সূত্র পাওয়া গিয়েছে, তা শুধুই উপগ্রহ মারফত কিছু সম্ভাব্য-আন্দাজ। অথচ, বিশ্বের বড় দেশের অত্যাধুনিক প্রযুক্তি, যুদ্ধ জাহাজ, বিমান আকাশ ও জনপথে নামিয়েও বিন্দুমাত্র সুনির্দিষ্ট সূত্র খুঁজে পাওয়া যায় নি। কিন্তু, এমএইচ অনুসন্ধানে যে পরিমাণ বিমান, জাহাজ, হেলিকপ্টার, সাবমেরিন এবং উপগ্রহকে কাজে লাগানো হয়েছে, তা রীতিমতো চক্ষুচড়ক হওয়ার মতো।
২১টি দেশ নিখোঁজ বিমানের সন্ধানে আকাশপথে উড়াচ্ছে ৬২টি বিমান, সাতটি হেলিকপ্টার। জলে নামানো হয়েছে ৭৯টি জাহাজ এবং একটি সাবমেরিন।
এছাড়াও চিন, আমেরিকা জাপান এবং ফ্রান্স উপগ্রহ মারফত নিখোঁজ এমএইচ ৩৭০ বিমানের সন্ধান চালাচ্ছে। রীতিমতো সমর-বহর নামিয়েও সুনির্দিষ্ট আলোর সন্ধান খুঁজে পাচ্ছে না উন্নত বিশ্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।