এডিট করুন। বিশিষ্ট ব্লগার সিংহরাজ, জেনারেল তাকা, রাজিব। বিনোদনধর্মী লেখক ফকির ইলিয়াস। ১ম প্রশ্ন: বিশিষ্ট ব্লগার তিন জনের মধ্যে মিল কোথায়? ২য় প্রশ্ন: ফকির সাহেব আমাকে তাহার বুলোগে বুলোক মারিলেন কেন? ব্লগ যখন Weblog নামে পরিচিত, তখন থেকে পড়ার অভ্যাস। মোবাইল ফোনে ডায়াল-আপ (Wap না কিন্তু, সিরিয়াল কেবল লাগিয়ে একটি নাম্বারে ডায়াল করে ইউজ করতাম) ব্যবহার করে ইন্টারনেট ইউজ শুরু, Bandwidth ছিল 9.6 kbps. ব্রাউজারে সবসময় ইমেজ বন্ধ করে রাখতাম। ইউসনেটে বহু ক্যাচাল পারছি একসময় কিন্তু এমন খষ্ট আর পাই নাই। আয় আবুল, বুখে আয় (কান্না)। আপনারাও কেউ আছেন নাকি আমার মতো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।