এই যে দাদা শুনছেন,
ধুতির কোচাটা একটু সামলে চলুন।
বাতাসটা আজ বড্ডো বেশী বেগতিক-
দিশেহারা। কে জানে,
কার পেছনে করছে তাড়া!
নদিয়া লন্ড্রীতে সদ্য কাঁচা ধুতি,
অভ্রর শুভ্রতায় সমুজ্জ্বল-
ধবধবে সাদা; পাট করা শাড়ীর
ভাঁজে ভাঁজে টান টান
বাঁশ কাগজের তা'।
হাতে ধরবেন! কুঁচকে যাবে।
অহেতুক ভাঁজ খাবে।
তার চেয়ে বরং বাতাসে উড়ুক-
ফুরফুরে হালকা মেজাজে।
আপনি না হয় একটু সামলে চলুন।
সামনে গার্লস কলেজ।
দয়া করে ওদিকে পা মারাবেন না।
নির্ঘাত লজ্জায় পড়ে যাবেন।
তার চেয়ে ভাল-
বউ বাজারের রাস্তা ধরুন।
ঝড়ো বাতাসেও নিরাপদ ওদিকটা।
আছে লোকজনের ভীড়,
কেনাকাটার ব্যস্ততা,
দ্রব্যমূল্যে আগুন- সবাই অগি্নশর্মা।
কেউ ফিরেও তাকাবে না।
ধুতি বাতাসে উড়লেও
কারো কিছু যায় আসে না।
আপনি নির্বিঘ্নে যেতে পারবেন
সবাইকে পাশ কাটিয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।