আমার কাছে যে বিষয় গুলো খারাপ লাগে। সে বিষয়গুলো হলো , আজকে ৬নম্বর গাড়িতে উঠলাম তারপর সেখানে একলোক বলতেছে বিশ্বনবীর জীবনী ও তার পঁচিশজন নবী ও রসূলের জীবনীর বই ছোটটি ৫০টাকা এবং বড় মোটা বইটি ১০০টাকা। তারপর ছোট বইটি হাতে নিলাম ও লোকটিকে টাকা দিয়ে দিলাম। বই নেয়ার সময় আমার মনে হলো আমার প্রিয়নীর সম্পর্কে আমি যদি না জানি তাহলে আমি কি রকম মুসলমান। তারপর পরই বই কিনে ফেললাম।
বাসায় এসে বই খুলে দেখি হযরত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তারা শুধু মাত্র ‘মুহম্মদ’ বলে সম্বোধন করেছে। সাথে সাথে আমার মনে জাগল। যে, আজকে যদি আমার আব্বা আম্মাকে তুই-তুকারি করে সম্বোধন করা হয়। তাহলে তো আমার দেহে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাতৃকভাবে আগুন জ্বালানো সমান হবে। পরে আমার এই বিষয়টি খুব খারাপ লাগল।
আমাদের এই ব্লগে যদি কোন সাংবাদিক ভাই থেকে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ। আমরা সবাই মুসলমান আমাদের সবার ধর্ম ইসলাম। তাহলে কেন আমাদের নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে এরকম অবমাননাকর শব্দ উচ্চারণ করতে দেব। যদি আমরা আমাদের বিশ্বনবী মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে লেখা এরকম শব্দের অবসান বা দূর করা নিয়ে আর্টিক্যাল লেখা-লেখি করি তাহলে অচিরেই এর কোন একটা ব্যবস্থা হবে। এজন্য আমার বিনীত আবেদন রইল সকল সাংবাদিক ভাইদের প্রতি।
আমার মুসলমান ভাইদের জন্য শুভেচ্ছা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।