ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! বেশী কিছু লেখার নাই। দেখার পর গানগুলি গুনগুনিয়ে গাইতেছি। ভালো ই লাগতেছে। একটা কিন্তু মনে খচখচ করতেছে। সেটা বলব তার আগে সেই মুভির টাইটেল গানটা দেখি আরেকবার।
হৃদয়ের আয়না
আগেও এই মুভি আমি দেখেছিলাম। কিন্তু এইবার দেখার পর মনে হল এরকম কাহিনীর মুভি অন্য কোথাও দেখেছি। আমি আসলে জানিনা মুভিটা রিমেক/কপিরাইট ছিল নাকি ডাইরেক্ট চুরি ছিল?
ম্যায়নে পেয়ার কিয়া মুভিটির বাংলা ভার্সন দেখে খারাপ লাগেনাই।
বিঃদ্রঃ এটা কোন মুভির রিভিউ টিভিউ না। অথবা কাউকে ছোট করাও লেখকের উদ্দেশ্য না।
লেখকের জানার ইচ্ছা মুভিটি কি বৈধভাবে কপি হয়েছে নাকি অবৈধভাবে। শুভরাত্রি! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।