আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্যথা।

আমায় নিয়ে অনেক আশা করো না মা আর গো তুমি, অনেক মোনফেকি ভরা প্রতিকূল মোর জন্মভূমি। পড়েছি মা এখন আমি অকূল, অতল-পারাবারে, এখন এসে কে বাঁচাবে মাগো আমার জীবনটারে? অযত্ন আর অবহেলায় শিখিনি মা সাতার দেয়া, তাইতো আজি ডোবার কালে খুঁজে ফিরি জীবন-খেয়া। আঁধার-কালো দেয়া-ভরা অনেক নিচু আমার আকাশ, ভরসা কোথাও পাইনা খুঁজে, বন্ধ হয়ে আসে যে শ্বাস। অনেক দিনের কষ্ট মাগো লুকিয়ে আছে হৃদয় মাঝে, সেই বেদনায় বুকটা আমার ফাটে প্রতি সকাল-সাঁঝে। সকল সময় সবাই যেন আমায় করে প্রবঞ্চনা, উথাল-পাথাল অভিমানের কোথায় রাখি এই যাতনা? আমায় ঘিরে বৃত্তাকারে আসছে ধেয়ে আঁধার রাতি, জানিনা কেউ জ্বালবে কিনা স্নেহ-ভরে আশার বাতি। তবু আমি এক এক করে দিন গুলো সব যাই পারায়ে, আশায় থাকি নতুন ঊষায় রবে কেহ হাত বাড়ায়ে। ১৮/০৬/২০০৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।