আমাদের কথা খুঁজে নিন

   

ব্যথা

Mahmood Khan

* বুক ব্যথা বুক ব্যথা একটি মারাত্মক সমস্যা। বুকের বাম দিকে ও মাঝখানে ব্যথাসহ বাম হাতে ব্যথা বা অবশ অনুভূত হলে সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের আশঙ্কা করা হয়। ব্যথার সঙ্গে ঘাম কিংবা বমিও হতে পারে। এক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তবে হাসপাতালে নেয়ার আগে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করলে মৃত্যুর আশঙ্কা হ্রাস করা যেতে পারে।

১) রোগীকে দ্রুত আলো-বাতাসযুক্ত ঘরে শুইয়ে দিতে হবে। ২) পেটে গ্যাস মনে হলে অ্যান্টাসিড জাতীয় সিরাপ খাওয়ানো যেতে পারে। ৩) হার্টের রোগী হলে জিহ্বার নিচে অ্যানজাইসড ট্যাবলেট বা নাইট্রোমিন্ট স্প্রে করতে হবে। ৪) যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। * কী কী কারণে বুকে ব্যথা হতে পারে ১) হার্টের সমস্যা থাকলে বুকের বাম পাশে ব্যথা হয়।

২) অ্যাজমার কারণে বুকে ব্যথা হতে পারে। ৩) পিত্তথলির সমস্যা থাকলে বুকে ব্যথা হয়। ৪) ক্রনিক ব্রঙ্কাইটিস থেকেও বুকে চাপ লেগে ব্যথা হতে পারে। ৫) বুকের পাঁজরে ফোস্টোকন ড্রাইটিস সমস্যার কারণে ব্যথা হয়ে থাকে। ৬) অতিরিক্ত মানসিক চাপ বা পরিশ্রমের কারণেও বুকে ব্যথা দেখা দিতে পারে।

* পেট ব্যথা পেট ব্যথায় আমরা প্রায়ই আক্রান্ত হয়ে থাকি। পেটের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। পেটের ওপর দিকে, মাঝখানে, তলপেটে কিংবা পেটের একপাশে ব্যথা হতে পারে। * কী কী কারণে পেট ব্যথা হতে পারে ১) ডায়রিয়া। ২) আমাশয়।

৩) পিত্তথলিতে পাথর। ৪) কিডনিতে পাথর বা টিউমার। ৫) পাকস্থলীতে আলসার বা গ্যাস্ট্রিক। ৬) কোষ্ঠকাঠিন্য। ৭) ইউটেরাসে সিস্ট বা টিউমার।

৮) মূত্রনালিতে ইনফেকশন। ৯) বদহজম। ১০) অ্যাপেন্ডিসাইটিস ও ১১) কোলন বা অন্ত্রে ইনফেকশন। * পেট ব্যথায় কী করবেন? ১) গ্যাস্ট্রিক বা আলসার মনে হলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে হবে। ২) ক্রনিক গ্যাস্ট্রাইটিস থাকলে নিয়মিত ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল কিংবা প্রয়োজনে ইসোমিপ্রাজল খাওয়া উচিত।

৩) ডায়রিয়া বা আমাশয়ের কারণে পেট ব্যথা হলে ফ্লাজিল বা নিওফ্লক্সিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। ৪) কোষ্ঠকাঠিন্য সমস্যায় পেট ব্যথা হলে লাক্সোটিভ ওষুধ খাওয়া যেতে পারে। ৫) পেটের কমবেশি যে কোনো ব্যথায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া উচিত। * মাথা ব্যথা আমরা সবাই কখনো কখনো মাথা ব্যথায় আক্রান্ত হয়ে পড়ি। কারো একপাশে মাথা ব্যথা, কারো বা মাথাজুড়ে ব্যথা করে আবার কারো মাথার পেছনে ব্যথা করতে পারে।

* কী কী কারণে মাথা ব্যথা হতে পারে? ১) সাধারণ সর্দি-জ্বর। ২) মাইগ্রেন সমস্যা। ৩) টেনশন বা অতিরিক্ত পরিশ্রম। ৪) চোখ, কান বা নাকের সমস্যা। ৫) সাইনোসাইটিস।

৬) ব্রেইন টিউমার। * মাথা ব্যথায় কী করবেন? ১) সাধারণ মাথা ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেই সেরে যায়। ২) মাইগ্রেন সমস্যায় আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খেলে উপকার পাওয়া যায়। ৩) মাথা ব্যথা জটিল অবস্থা সৃষ্টি করলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। প্রয়োজনে চিকিৎসক মাথার সিটি স্ক্যানও করাতে পারেন।

* হাঁটু ব্যথা হাঁটু আমাদের শরীরের একটি গুরুত্ব অস্থিসংযোগ। প্রতিদিন কাজ করতে, উঠতে-বসতে, হাঁটতে-দৌড়াতে হাঁটু অপরিহার্য। তাই হাঁটুতে ব্যথা হলে আমরা খুবই কাহিল হয়ে পড়ি। চলাফেরা করতে হাঁটুতে ব্যথা হলে কষ্টকর একটি সমস্যার সৃষ্টি হয়। সংগ্রহ



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।