অচেনা পথে হাটতে চাই অনেক দুর
মনের মাঝের সুর গুলো খুজিনি
ব্যথার সাগরে ব্যথায় ব্যথায় পড়ে আছি সমগ্রকাল
অতীত আমায় কাদায়
সুখ স্মৃতি দু:খ খুজে আনে।
একাকী থাকার বেদনা
না পাওয়া সুর ব্যথা হয়ে জাগে
আমি আজও হারানোর ব্যথায় কাদি।
স্মৃতি গুলো স্মৃতি হবে কবে
জীবন প্রদীপ অবহেলায় ক্ষত তাই
মনের প্রদীপ জ্বালাবো অনাগত
আমার না শেখা ভাষার মাঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।