আমাদের কথা খুঁজে নিন

   

কি ব্যথা কে ব্যথা



কি ব্যথা কে ব্যথা আমি খুঁজতে যাইনা সব আমার কোটর চক্ষু ভরে তোর কলরব চেঁচিয়েছি খুধার্থ চোখে দেখব তোকে দেখব তোকে দেখব তোকে এক বিকেলে ঢলে পড়লে আলো খেলবি তুই গুনবি তুই প্রেমেক্কে প্রেম প্রেম দুগুনা জ্বালা প্রেম তিরিকে,,,,,,,, অমনি কালো কালো বিড়ালেরা খুঁজে পায় আমাকে আবর্জনায় আধার ঘরের কোনায় আর আমার রাত্রি ভালো লেগে যায় কালো কালো অদ্ভুত আকর্ষণ তোর জোছনার বর্ণনা পুড়িয়েছিল আমায় ক্ষমতা নেই আমার নেবাই সেই আগুন কিন্তু আজ এই রাতের নিবু নিবু হাওয়া জেনে গেল সে কথা অদ্ভুত যে কথা ইতিহাস জানায়নি কবিতাকে কোন কালে হয়তবা কিছুই জানবেনা তার যতখানি হয়েছে তোমার আমার আর জানালাম একটুখানি কবিতায় শুকনো খড়িকাঠ চতুর্দিকে আমার আগুন আগুন আগুন শুনেছিলাম তুই খেলছিস প্রেমেক্কে প্রেম প্রেম দুগুনা জ্বালা প্রেম তিরিকে আগুন! তারপর ভালো মনে নেই আর,,,,,,,


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।