সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা পুজিবাজারে সূচকের ওঠানামা চলছে। রোববার সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ব্যাপক দরপতন হয়েছিল।
সোমবার দুপুর পৌনে দুইটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন শুরুর পর ১১ টা ১০মিনিটে সূচক ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচক বাড়তে থাকে।
বেলা ১২টার দিকে সূচক দিনের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ১৪৯ পয়েন্টে ছিল।
দুপুর পৌনে দুইটা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৬টির। অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয়েছে ১৭৫ কোটি টাকার।
রোববার ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪ দশমিক ৩৬ শতাংশ কমে হয়েছিল ৫ হাজার ৭৭ পয়েন্ট।
সর্বশেষ এর চেয়ে কম সূচক ছিল ২০১০ সালের ২০ জানুয়ারি। ওই দিন ডিএসই সাধারণ সূচক ছিল ৪ হাজার ৯৯৮ পয়েন্ট। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।