আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসইতে চলছে সূচকের ওঠানামা

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা পুজিবাজারে সূচকের ওঠানামা চলছে। রোববার সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ব্যাপক দরপতন হয়েছিল। সোমবার দুপুর পৌনে দুইটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন শুরুর পর ১১ টা ১০মিনিটে সূচক ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচক বাড়তে থাকে।

বেলা ১২টার দিকে সূচক দিনের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ১৪৯ পয়েন্টে ছিল। দুপুর পৌনে দুইটা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৬টির। অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয়েছে ১৭৫ কোটি টাকার। রোববার ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪ দশমিক ৩৬ শতাংশ কমে হয়েছিল ৫ হাজার ৭৭ পয়েন্ট।

সর্বশেষ এর চেয়ে কম সূচক ছিল ২০১০ সালের ২০ জানুয়ারি। ওই দিন ডিএসই সাধারণ সূচক ছিল ৪ হাজার ৯৯৮ পয়েন্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।