আমাদের কথা খুঁজে নিন

   

তৈমুর একটা ছাগল : তাই ব্যা ব্যা করতে দেখা গেছে

love to singing এনসিটি নির্বাচনে বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার একটা ছাগল। সে বলে বিএনপি নাকি তাকে কুরবানী দিয়েছে। ছাগলরে বলতে চাই- বেটা ছাগল তুমি যখন নির্বাচন বয়কট করছ তখনই সব হিসাব পাল্টে গেছে। প্রশাসন শামীমকে বাদ দিয়ে আইভীর পক্ষে কাজ করেছে। আবার কিছু ভোটার আছে যারা তোমাকে ভোট দিত তারা আইভীকেই ভোট দিয়েছে।

আর তুমি যদি নির্বাচন করতা - তাহলে প্রশাসন তোমার শামীম বাবার পক্ষেই কাজ করতো। তোমার শামীম বাবার হাজার সন্ত্রাসী তোমার কর্মী-সমর্থকদের পাছায় লাত্থি মাইরা মাথা ফাটাইয়া সেন্টার থেইক্কা বাইর কইরা দিত। সাথে সাথে কিছু ডলা আইভীর সমর্থকদের উপরও পরতো। নির্বাচন মোটেও সুষ্ঠু হতো না। তুমি সরে দাড়ানোর পর এখন তো সরকার দেখছে দুই প্রার্থীই আওয়ামী লীগের।

তাই সরকার দেখছে শামীমের মত সন্ত্রাসী পাশ না করিয়ে আইভীকে পাশ করালে একদিকে তাদের ইজেমও রক্ষা হল অন্য দিকে তাদের দলেরই প্রার্থী বিজয় হল। সুতরা তুমি যেটা মনে করছো নির্বাচন করলে তুমি পাশ করতা সেটা গুড়ে বালি হইতো। সরকারী দলের সন্ত্রাসীরা তোমাকে সেন্টারেই দাঁড়াতে দিতো না। সুতরাং বাস্তবটা বুঝার চেষ্টা কইরা ছাগলের মত ব্যা ব্যা করা বন্ধ কর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.