তৈমুর লং নামের যে চামচটা, এই চামচ দিয়ে শুধু ভাত রাইসই খাওয়া যায়। শুধু ভাত রাইস খাওয়া আর ভাত রাইস খাওয়া। চামচটা যখন বড় হয়ে হাতা হয়ে গেল, তখন ভাত রাইস খাওয়া বাদ দিয়া ভাত রাইস রান্নায়,ভাত রাইস নাড়তে কাজে লাগে। এই হাতা দিয়ে বাঘের পিঠ চুলকে দেয়া যায়, মেঘের গায়ে গুতা দেয়া যায়। হাতা ভাংগার কোন প্রশ্নই নেই। হাতা এখন ছাতা হওয়ার অপেক্ষায়। এই ছাতা দিয়ে ভাত রাইসের গায়ে যাতে সুর্যের আলো না লাগে, সুর্যটা এক সময় ঢেকে দেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।