আমাদের কথা খুঁজে নিন

   

প্রধান নির্বাচন কমিশনের গলাবাজি শেষ হতে চলছে। দিনভর দেশবাসির গালাগাল খেয়েছেন জনাব আবালসামচু

আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সকালের লাল সূর্য যখন উদয় হবে, তার সাথে জানিনা কার ভাগ্য প্রষন্ন হবে। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে সরকার ঠিক কতটা মরিয়া হয়ে উঠছে একজন চিন্হিত গডফাদার সন্ত্রাসীকে নির্বাচন নামের প্রহসনের ম্যধোমে জিতিয়ে দেবার জন্য তা দেখে অন্যান্য নারায়ণগঞ্জ বাসির মত আমিও বিস্মিত। একটি সাজানো নির্বাচনের জন্য যা কিছু করা দরকার শামচু মিয়া তার সব ব্যবস্থা করেছেন। সেনা দিতে চেয়ে না দেওয়াটাও পূর্ব পরিকল্পিত।

পাচাটা সামচু ভোলায় এমনি করেছিল। চিটাগাং এ করতে চেয়ে পারেনি। জানিনা এখানে কি হয়? তবে সুষ্ঠ নিবাচন হলে এগিয়ে থাকবে তৈমুর। কেননা বিএপির ভোটাররা সবাই তাকেই ভোট দিবে। তৈমুর খুব্ সাধারন সহজ সরল ব্যাক্তি বলে তার ইমেজ ভাল।

অন্য দিকে শামিম গডফাদার আর সন্ত্রাসী। পেশি শক্তির কারনে তিনি জনপ্রিয়তা হারিয়েছেন। বিভিন্ন মিডিয়া শামিমের আসল চরিত্র ফুটিয়ে তুলেছেন। প্রথম আলো আইভির সাপোর্ট নিয়ে শামিমের বিরুদ্ধে রিপোর্ট করেছেন ধারাবাহিক। আর সাথে ছিল জয়ের চ্যানেল এটিএন নিউজ।

শামিমের মত লোকের অনেক সাপোর্ট থাকলেও ভোটের মাঠে সে ৩য় হবার সম্ভবনাই বেশি। আইভি বিদ্রোহী প্রার্থি দলের ভোটের কিছু অংশ পাবেন। শহরে তার ব্যাপক প্রভাব থাকলেও বাইরে তার তেমন জনপ্রিয়তা নেই। দলের নমিনেশন না পাওয়ায় সে নির্বাচিত হলে তাকে দল কি সাপোর্ট দিবে? ভোটার গন তাকে নিয়ে দ্ধিধায় আছে। সব কিছু বিবেচনায় নিলে দেখা যায় তৈমুর আলমের সম্ভবনা অনেক বেশি।

সরকারের চারদিকে এমনিতেই ভরা ডুবি চলছে। রাস্তা, শেয়ার বাজার দ্রব্য মূল্য আইন শৃঙ্খলার চরম অবনতি আর শহর জুড়ে গ্যাস সংকট তাই সরকারের হজবরল অবস্থায় জনগন তাদের ভোট আনারসে দিবে বলেই বেশিরভাগ মানুষের ধারনা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.