লেখা পড়তে এবং মন্তব্য করতে ভালবাসি
অনেকেই হয়তো বলবেন এন টিভি তো বিএনপির এর মালিক বিএনপির কিন্তু যারা চালায় তারা সব বাম দলের । [/sb
বাংলাদেশে বড় আতংকের নাম এখন মিডিয়া । দেশে প্রায় ২২ টি টিভি চ্যানেল আছে । আসুন এক নজরে দেখে নিই এই সব টিভি চ্যানেলের মালিক কারা কারা ।
১।
ইনডিপেনডেন্ট টিভি : মালিক আওয়ামী ব্যবসায়ী দেউলিয়া সালমান এফ রহমান ।
২। ৭১ টিভি : মালিক কট্টর আওয়ামী বাম সাংবাদিক মোজাম্মেল বাবু ।
৩। দেশ টিভি : মালিক আওয়ামী সাবেক এম. পি সাবের চৌধরী কিন্তু চালাচ্ছেন আওয়ামী এম . পি আসাদুজ্জামান নুর ।
৪। বৈশাখী টিভি : মালিক ডেসটিনি গ্রুপ কিন্তু চালাচ্ছেন আওয়ামী - বাম সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল ।
৫। গাজী টিভি : মালিক আওয়ামী এম.পি ।
৬।
বাংলাভিশন : চালাচ্ছেন এক কালের বাম যুব নেতা মোস্তফা ফিরোজ । সব চাইতে বেশি শেয়ার সাবেক নগর পিতা বি এন পি এর।
৭। চ্যানেল আই : মালিক ফরিদুর রেজা সাগর , বাম-আওয়ামী সাংকৃতিক কর্মী।
৮ ।
এটি এন বাংলা : মালিক মাহফুজুর রহমান । আওয়ামী লীগের মানুষ । চালাচ্ছেন আওয়ামী বাম সাংবাদিক জ .ই . মামুন ।
৯। এটি এন নিউজ : চালাচ্ছেন আওয়ামী পন্থী মুন্নী সাহা ।
১০। মোহনা টিভি : মালিক আওয়ামী এম.পি কামাল মজুমদার।
১১। সময় টিভি : মালিক আইন প্রতিমন্তি কামরুল ইসলাম ।
১২।
চ্যানেল ২৪ : আওয়ামী লীগ নেতা মান্নার সব হুকুম চলে।
১৩। এন টিভি : বি .এন। পি এর ফালু সাহেবের । কিন্তু প্রফেশনাল হবার চেষ্টা করতাছে ।
কিন্তু সাংবাদিক গুলা আ. লীগ এর ।
১৪ । দিগন্ত টিভি : ভয়ে ভয়ে চলতাছে । কখন কি জানি হয় । মালিক জামাত নেতা মীর কাশেম
১৫ ।
ইসলামী টিভি : যেমন ছিল আছে । নো কমেন্ট । বি.এন.পি নেতা ও খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার।
১৬ । বিটিভি : মালিক যখন যে আসে সে ।
আমাগো টিভি, সরকারী টিভি ।
১৭। চ্যানেল ১ : এখন বন্ধ করা । কিন্তু মালিক ছিলেন বি.এন.পির নেতা মির্জা আব্বাস। বন্ধ হবার কারন টা শুধু রাজনৈতিক ।
১৮। আর. টিভি : মালিক বেঙ্গল গ্রুপ ।
সাকার ছিল একটী চ্যানেল। নিউজের। সিএসবি নামের।
কিন্তু ১/১১ এর সময় বিপ্লবী হতে গিয়ে সরকারের কোপানলে পড়ে বন্ধ হয়েছে।
১/১১ না হলে ফালু আরেকটী চ্যানেল আসত সেটার নাম হত "এন টিভি প্লাস" মেশিনারিজ ও নাকি এসে গিয়েছিল। ১/১১ এর ঝরে স্তগিত।
সালাহুদ্দিন ও নাসির উদ্দিন পিন্টূও অনুমতি পাইছিল এসএন টিভি নামে। ১/১১ এ শেষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।