আমাদের কথা খুঁজে নিন

   

ডায়াবেটিস রোগীদের জন্য

"অ্যাবসার্ড" যারা ডায়বেটিস এ আক্রান্ত অথবা যাদের পরিবারের কেউ এই রোগে ভুগছেন তাদের জন্য এই পোস্ট। । ডায়বেটিস একটি ক্রনিক ডিসিস। নিয়মানুবর্তিতা এবং ঔষধ গ্রহনের মাধ্যমে ই কেবল মাত্র এর নিয়ন্ত্রন সম্ভব। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই রোগের কোন স্থায়ী চিকিৎসা এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি।

যদিও আপ্রাণ চেষ্টা চলছে। বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি , আমার কাছে যে সকল ডায়বেটিস রোগী আসেন তাদের অনেকের হাঁতে এক ধরনের চেইন থাকে। এটা হাঁতে দিলে নাকি ডায়বেটিস সহ আরও জটিল সব রোগ যেমন ক্যান্সার, হেপাটাইটিস, স্ট্রোক এগুলা ভালো হয়ে যাবে। এই জিনিসটার নাম হল ডায়বেটিস এর বালা। কে বা কারা এই জিনিসটা মার্কেটিং করে এবং কিভাবে করে আমার জানা নেই।

তবে এভাবে করে এই দেশের সহজ সরল মানুষ গুলো কে প্রতারিত করে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভণ্ড ব্যবসায়ী গুলো। আমি অনেক দিন ধরে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো বলে ভাবছিলাম। আমার এক রোগীর হাত থেকে নিয়ে ডায়বেটিস এর বালার ছবি তুলেছি। এর দাম যার কাছ থেকে যত নিতে পারে তত। তবে ৫৫০০ টাকার কথাই বলে আমার বেশীরভাগ রোগী।

সবচে ভয়ঙ্কর ব্যাপার টা হচ্ছে, এই বালা যারা কিনেন, স্বাভাবিক ভাবেই তারা ঔষধ পত্র গ্রহন করা বন্ধ করে দেন। এই আশায় যে , এই বালা তাদের সুস্থ করে তুলবে। এবং কিছুদিন পরেই উনারা ডায়বেটিস রোগ বাড়িয়ে এবং বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে ডাক্তার দের কাছে আসেন। আপনাদের কাছে আমার অনুরোধ , যারা ডায়বেটিস এ আক্রান্ত অথবা যাদের আত্মীয়স্বজন এই রোগে ভুগছেন , আপনারা দয়া করে আপনার ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এই সব ভণ্ড লোক দের পাল্লায় পড়ে নিজের জান মালের ক্ষতি করবেন না।

আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.