অ আ ক খ গ ঙ
ডায়াবেটিস রোগীদের জন্য একটি সু-সংবাদ দিয়েছেন ভারতের একদল বিজ্ঞানী। তারা এক ধরনের ইনসুলিন আবিষ্কার করেছেন যা ডায়াবেটিস রোগীদের দুর্ভোগ বহুগুণে কমিয়ে দিতে পারবে। অতি সহজে নিয়ন্ত্রণ করা যাবে রক্তের সুগার। প্রায় ৫ কোটি ডায়াবেটিস রোগীর দেশ ভারতের জনগণ একে অসাধারণ এক আবিষ্কার বলে মনে করছে।
নতুন আবিষ্কৃত ইনসুলিন কিভাবে ডায়াবেটিস রোগীদের কাজে আসবে।
বর্তমানে ডায়াবেটিস রোগীরা যে ইনসুলিন ব্যবহার করেন, শরীরে তার ক্রিয়া বড়জোড় এক দিন থাকে। তাই প্রতিদিন ইনসুলিন নিতে গিয়ে সূঁচের যন্ত্রণাদায়ক খোঁচা সহ্য করতে হয়। কিন্তু ভারতীয় বিজ্ঞানীদের নতুন আবিষ্কৃত ইনসুলিনের একটি মাত্র ডোজ একজন রোগীকে কমপক্ষে এক মাস নিশ্চিন্তে ঘুমানোর নিশ্চয়তা দিতে পারবে।
এই ইনসুলিন আবিষ্কার করতে ভারতের বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছেন দুই বছর ধরে। ভারত ইতিমধ্যে এই প্রযুক্তির মেধাস্বত্ব পেয়ে গেছে।
ভারতের জাতীয় রোগ প্রতিরোধ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর অবধেশা সুরোলিয়া বলেছেন, বিশ্বে সরকারি অর্থায়নে যেসব বড় বড় আবিষ্কার হয়েছে, এটি তার মধ্যে একটি।
গবেষকরা বিভিন্ন তাপমাত্রায় এবং রাসায়নিক পরিবেশে মানব ইনসুলিন নিয়ে গবেষণা করেছেন। ইঁদুর, খরগোশ প্রভৃতি প্রাণীর দেহে নতুন আবিষ্কৃত ইনসুলিনের কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে তারা দেখেন একটিমাত্র ইনসুলিন ইনজেকশন দিয়ে তিন মাস পর্যন্ত ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। শিঘ্রই এটি মানুষের শরীরে প্রয়োগ করে তার কার্যকারিতা পরীক্ষা করা হবে। বিজ্ঞানীরা ধারণা করছেন, বাণিজ্যিকভাবে এই ইনসুলিন উৎপাদন শুরু করতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।