পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
মরণ একদিন মুছে দিবে সকল রঙ্গীন পরিচয়...
মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।
মিছে এই জীবনের রংধনু সাতরং ......
মিছে এই দুদিনের অভিনয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়....
মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব,
মিছে গান কবিতার ছন্দ।
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে…
মিছে এই জয়... আর পরাজয়... ।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়....
এই সঙ্গীতটা বরাবরই আমার প্রিয়।
তবে এতটা গভীরভাবে শোনা হয়নি হয়তো বা কখনো। আমি খুব শক্ত প্রকৃতির ছেলে, শত প্রতিকূলতা অথবা অসুস্থতায় ও নিজের জন্য কখনো এক ফোঁটা অশ্রু বিসর্জন করেছি বলে মনে পড়ে না। কিন্তু যেদিন শুনলাম আমাদের প্রিয় মাহবুব স্যার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে তখন আর কান্না ধরে রাখতে পারিনি। ঐ রাতেই ওয়েব ঘেটে এই গানটা বারবার শুনেছি, আর যত বারই শুনেছি ততই অঝোর ধারায় কেঁদেছি। আর তত বারই মনে হয়েছে....মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন ..... মিছে এই অভিনয় নাটকের মঞ্চে মিছে এই জয়... আর পরাজয়... পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়..............
ডাক্তাররা যখন ধারণা করছিল স্যারের লিউকেমিয়া হতে পারে সে সংবাদটা শুনে আমি স্যারকে যখন রিং করে জিজ্ঞেস করলাম, স্যার এখন কেমন আছেন? স্যার, হেঁসে উত্তর দিল.....”আলহামদুলিল্লাহ......আল্লাহ রোগ দিয়েছেন বলেই তো আর তাঁর উপর রাগ করা যাবে না।
আমি ভাল আছি (আমার নাম নিয়ে).... আমার জন্য দোয়া করো”। স্যারের উত্তর শুনে আমি অবাক হলাম .....এমন মারাত্বক মরণব্যাধি নিয়ে স্যার কত সুন্দর করেই না আমাকে বুঝালেন। আমি স্যারকে কি বলব বুঝতে পারছিলাম না। অবশেষে বললাম ...... স্যার আপনাকে আমি কি বলব বুঝতে পারছি না তবে আমি মনেপ্রাণে একটা কথা বিশ্বাস করি ...... “মুমিনদের জন্য এ জীবনটা একটা পরীক্ষা”.....আল্লাহ ভরসা । এই বলে স্যারের সাথে কথা শেষ করলাম।
ভাবলাম সিঙ্গাপুরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো দেখা যাবে স্যারের কিছুই হয়নি। তার জন্য বিষয়টা নিকট দু-একজন বন্ধু-বান্ধব ছাড়া আর কারো সাথে শেয়ার করিনি। কিন্তু ২৩.০৯.১১ তারিখ রাতে আমার বন্ধুর কাছ থেকে স্যারের গুরুতর অসুস্থতার কথা যখন নিশ্চিত হলাম তখন আমার কাছে পুরো পৃথিবীটাই বিবর্ণ মনে হল।
এখানে একটা কথা উল্লেখ না করে পারছি না .... আমি আমার এই ছোট জীবনে স্যারের মতো ভাল মানুষ দ্বিতীয়টি দেখিনি। এই কারনেই আমার বার বার মনে হয় হয়তো মহান আল্লাহর এটি তার জন্য একটি পরীক্ষা।
আল্লাহ কাউকে পরীক্ষা করেন ধন দিয়ে, কাউকে গরিব বানিয়ে, কাউকে ক্ষমতা দিয়ে, কাউকে সুস্থতা দিয়ে, কাউকে অসুস্থতা দিয়ে। আল্লাহই ভাল জানেন।
Dear Friends
I do appeal to you to pray and help fund raising campaign to save one of my dearest sir ,Md. Mahboob Hossain Khan, who is now suffering from Acute Lymphoblastic Leukaemia
(ALL) https://sites.google.com/site/helpmahboob/home.
He was a Ex-student of Dhaka University, and joined in Islamic University at Biotechnology and genetic Engineering Department.
His chemotherapy is going on at Singapore General Hospital and marrow transplantation will be the next. Both chemotherapy and bone marrow transplantation will cost more than 1.4 crore and as you must realize it will be impossible for his own middle class family to raise such a large amount of funds. Students, teachers and the friends of Mahboob sir have been campaigning throughout the globe together with his batchmates, colleagues, well wisher etc. More than 60 lac has been donated and collected from friends, alumni and kind peoples.
(Click This Link
Still long way to go but we are hopeful. May I request you to pray and help?
Bangladesh Account: A/C Name: Ummay Talha Yakut Nasrin
w/o: Mr. Md. Mahboob Hossain Khan
A/C No. 008412100021079
United Commercial Bank Limited
Dhanmondi Branch
Nahar Green Summit
Plot#305 (old), 43 (new);Road# 27 (Old); 16 (new);
Dhanmondi R/A, Dhaka-1209.
Singapore Account:
A/C Name: Mohammad Mahboob Hossain Khan
A/C No. 340-384-266-2
Bank Code: 7375 Branch Code: 019
Bank Name: United Overseas Bank Limited
Address: New Bridge Road Branch
1 Park Road#01-01/02
People's Park Complex Singapore
SWIFT Code: UOVBSGSG
Links of some newspaper reports
Click This Link
Click This Link
Click This Link
Sir has a beautiful family with 3 kids all aged below 10. Let us pray that Allah preserves this lovely family and returns sir admist us because he has so much more to give us and his students-so much more to make this world a better place. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।