নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তিন প্রার্থীর নির্বাচনের আগেই যেভাবে বক্তব্য এবং ঝগড়া করছেন এতেই বৃঝা যায় নির্বাচনের পরে আপনারা কি করবেন। আমরাই এ দেরকে ভোট দেই। আমাদেরই ভোটে জয়ী হয়ে নিজেদের টাকার পাহাড় গড়ে। সাধারণ মানুষের টাকায় এসি গাড়িতে চড়ে। নির্বাচনের আগে এরা যেভাবে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সময় হয় কিন্তু নির্বাচনের পর এদের কাছেই আর যাওয়া যায় না।
টিভিতে জনসাধারণের সামনে যেভাবে তাদের ঝগড়াটে বক্তব্য দেখি, আমার মনে হয় সাধারণ মানুষের প্রতি এদের বিন্দু মাত্র মম্মান বোধ নেই। একটা টক শো বা সরাসরি সম্প্রচারকৃত অনুষ্টানে যে ধরনের কথাবার্তা বলছেন এবং আশ্বাস দিচ্ছেন - এই ধরনের আশা এবং কথার কতটুকু ভিত্তি আছে তা আমরা বিগত নির্বাচন গুলোতে দেখেছি। কিন্তু তারপরও আমরা এদেরকেই ভোট দেই। কিন্তু কেন???? তারপর আমরাই আবার তাদেরকে বাসে পথে ঘাটে হাটবাজারে গালাগালি করি। কেন? বিগত নির্বাচনে জয়ী যারা হয়েছেন তারা আমাদের জন্য কে কি করেছেন।
আমাদের চাওয়া খুব কম- একটু রাস্তাঘাট ভাল, যানজট কম, নিরবিচ্ছিন বিদ্যুৎ, একটা সুন্দর পরিবেশ, নিরাপদ খাদ্যদ্রব্য আরকি আরতো বেশি কিছু না। কিন্তু টিভিতে তাদের কথা বার্তার স্টাইল শুনে খুবই হতাশ হলাম। না আছে স্মাটৃনেস, না আছে জনগনের প্রতি সম্মানবোধ। আপনারা সবাই কে কি বলেন??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।